মুগ্ধবাংলায় লারা ক্রফট-টম্ব রেইডারের প্রথম আবির্ভাব মার্চ ২০২০তে। সেইসময় টম্ব রাইডারের বাংলা কবর লুটেরা নামে এটিকে আনা হলেও পাঠকদের অনুরোধে পরবর্তীতে এটাকে টম্ব রাইডার নামে প্রকাশ করা হয়।মুগ্ধবাংলার নতুন সফটওয়ার যেটি এখন বর্তমানে অনলাইন রিডিং কাম ডাউনলোড সিস্টেম তাতে এটাকে আনা হয়নি কারণ হাই কোয়ালিটি র ফাইলগুলো খুঁজে পাচ্ছিলাম না। আজ এগুলো পেয়ে যাওয়ায় পোস্ট করে দিলাম।
বইয়ের শেষপাতার দেয়া বর্ণনা প্রায় পুরো গল্পটাই বলে দিচ্ছে। কয়েকজন অমরত্বপ্রদানকারী একটা ছত্রাকের সন্ধানে বেরিয়েছে যার গোপনীয়তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য কালো পরাগের যোদ্ধা নামের একটা সংগঠন যা খুশি তাই করতে পারে। লারা যতই সত্যের কাছাকাছি পৌঁছবে, তার উদ্ভাবনী কৌশল আর বাঁচার ক্ষমতার পদে পদে পরীক্ষা হবে শহরে, জঙ্গলে আর তরাইয়ের গভীরে। পুরানো বন্ধুরা একত্রিত হবে আর নতুন শত্রুরা প্রকাশ্যে আসবে এই নতুন কবরের লুটেরার গল্পে আর লারা ক্রফটের অভিযান পাবে নতুন মাত্রা।